গোপালগঞ্জ ,প্রতিনিধি //
গোপালগঞ্জে ইভটিজিং-এর ঘটনাকে কেন্দ্র্র করে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে সদর থানার ওসি, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সংবাদিকসহ অন্ততঃ ৩০ জন আহত হয়েছে। এসময় মেডিকেল কলেজের বিভিন্ন ভবনের কক্ষের কাঁচ ভাংচুর হয়েছে। রোববার রাতে থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিভিন্ন ভবন ভাংচুর করায় বন্ধ হয়েছে পড়েছে করোনার টিকাদান কর্মসূচী। হামলা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এদিকে জেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাগেছে, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের মাঠে প্রতিদিন খেলার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠের পাশ দিয়ে যাওয়া মেডিকেল কলেজের ছাত্রীদের ইভটিজিংসহ নানা মন্তব্য করে। এ বিষয়টি জানাজানি হলে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠে খেলতে নিষেধ করে। এ নিয়ে কথা কাটাকাটি ঘটনা ঘটে। এর জের ধরে রাতে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পরে। লাঠি-সোঠা ও ইট-পাটকেল নিয়ে থেমে থেমে চলে সঘর্ষ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা করে ব্যর্থ হয়ে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এ সংঘর্ষে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ও সাংবাদিকসহ অন্তত: ৩০ জন আহতে হয়েছে। আহতদের গোপালগঞ্জ ২৫০- শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর থেকে মেডিকেল কলেজ ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করেছে। স্থানীয় প্রশাসনের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। মেডিকেল বিভিন্ন ভবনে ব্যাপক ভাংচুর চালানোয় সকাল থেকে বন্ধ রয়েছে করোনা টিকা প্রদান। দূরদূরান্ত থেকে আসা টিকাগ্রহনকারীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
এদিকে, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা ভাংচুরের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ সোমবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন লেখা প্লাকার্ড প্রদর্শন ও দোষীদের শাস্তির দাবীতে বিভিন্ন শ্লোগান দেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের কর্মসূচিতে বিএমএ-র সাধারন সম্পাদক ডা. হুমায়ুন কবির ও স্বাচিবের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ একাত্বতা প্রকাশ করেন।
মানববন্ধনে একাধিক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিকেল কলেজের ভিতরে প্রবেশ করে ক্রিকেট খেলে। এসময় তারা শিক্ষার্থীদের নানা হাবে হয়রানি করে থাকে। বিষয়টি নিয়ে তাদের খেলতে মানা করলে তারা আমাদের উপর হামলা চালায়। আমরা এর তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবী জানায়।
বিএমএ-র সাধারন সম্পাদক ডা. হুমায়ুন কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিকেল কলেজে ব্যাপক ভাংচুর চালিয়েছে। এতে টিকাদান কর্মসূচী বন্ধ হয়ে পড়েছে। মেডিকেল কলেজের ক্যাস্পাস নিরাপদ রাখতে ও বহিরাগতদের প্রবেশ বন্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।
শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: জাকির হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা হয়েছে। সকল শিক্ষার্থীকে উস্কানীমূলক কথাবার্তা ও কর্মকান্ড না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। মেডিকেল কলেজের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। যেহেতু সকলেই শিক্ষার্থী তাই আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান করা হবে। তবে এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।