গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে ও স্বতন্ত্র প্রার্থী হতে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী শেখ মোহাম্মদ কদর আলী।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার কুশলা ইউনিয়ন পরিষদ মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ মোহাম্মদ কদর আলী বলেন, আমার পিতা দুই বার করে কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক ও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমি আওয়ামী লীগ পরিবার থেকে উঠে এসেছি।
এবারের নির্বাচনে আমাকে আওয়ামী লীগের দলীয় মনোনায়ন দেয়া হয়েছে বলে জানান টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের। কিন্তু পরে ঢাকা পাঠানো হলে আমি মনোনয়ন তালিকায় আমার নাম পাইনি। প্রথমবার আমার নাম থাকলে পরে তালিকা সংশোধন করে আমার নাম বাদ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়ার বিষয়ের চিন্তা ভাবনা কারার দাবী জানাচ্ছি।
তিনি আরো বলেন, এলাকাবাসীর ভালবাসার কারনে আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেলেও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহন করবো। আমার এ নির্বাচন আওয়ামী লীগ বা নৌকার বিরুদ্ধে নয় আমি নির্বাচন করবো প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বিরুদ্ধে।
এ সংবাদ সম্মেলনে সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।