শাকিল আহম্মেদ (নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল পুলিশ টাওয়ারে নির্মাণ শ্রমিক সাব্বির হোসেন (১৭)কে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার খবর পাওয়া গেছে।
ওই ঘটনায় তারই সহকর্মী আনিসুর আনিস, আশরাফুল, মিজান নামের তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে পূর্বাচল পুলিশ টাওয়ার থেকেই তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে হত্যার পর ছিনিয়ে নেয়া মৃতের ভিভো ওয়াই-২০ মডেলের এন্ড্রয়েট ফোন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আসাদ জানান, গত ২১ নভেম্বর রাতে পূর্বাচল পুলিশ টাওয়ারে সাব্বির হোসেন নামের এক শ্রমিককে তার এন্ড্রয়েট মোবাইলের জন্য পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মামা মাহেমুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই সন্দেহভাজন ওই তিনজনের গতিবিধি নিবির পর্যবেক্ষনে রাখে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রযুক্তির সাহায্যে গত বুধবার রাতে আনিসুর রহমান আনিস,আশ্রাফুল, ও মিজান নামের তিন জনকে পূর্বাচল পুলিশ টাওয়ার থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ক্লুলেস এ হত্যাকান্ডের ঘটনা যখনি জানতে পারি তাৎক্ষনিক রূপগঞ্জ থানার পুলিশ কাজ শুরু করি এবং তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হই।
এ ঘটনার সাথে আর কেউ জরিত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে।