জমির উদ্দীন, লোহাগাড়া( চট্টগ্রাম)
শরীর ও মনকে ভালো রাখতে খেলাধুলার বিকল্প হয় না।খেলাধুলা শরীরচর্চার একটি অঙ্গ। খেলাধুলা সব বয়সীদের ভেতরে একটি প্রশান্তি এনে দেয়।
তারই ধারাবাহিকতায় তরুণ প্রজন্মকে মাদকাসক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে লোহাগাড়া ফুটবল প্রিমিয়ার লীগ ২০২১’র শুভ উদ্বোধন করা হয়েছে।
২৬ নভেম্বর বিকালে লোহাগাড়া ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচে শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা গুলো বলেন লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
টানটান উত্তেজনায় শুরু হওয়া উদ্বোধনী ম্যাচে আবহানী ক্রীড়া চক্রকে ১ গোলে হারিয়ে শেখ রাসেল ক্রীড়া চক্র বিজয়ী হয়।
লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহিম কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকের হোসেন মাহমুদ,ক্রীড়াঙ্গনের একান্ত মানুষ মেসার্স এম. আজিজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম.এ আজিজ উদ্দিন, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোছেন রকি,শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর, ইঞ্জামামুল হক যুবরাজ প্রমুখ।
খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি ইফতেখারুল আযম টুটুল, সাধারণ সম্পাদক মোজাফফর আহামদ। খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলোয়াড় মোঃ মহসিন। ধারা বর্ণনা করেন চট্টগ্রামের জনপ্রিয় ধারা ভাষ্যকার মোঃ সেলিম উদ্দিন ও কায়সার হামিদ।
এসময় খেলা পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দরা ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্হিত ছিলেন।
পরে খেলা পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দ ও ক্রীড়ামোদী দর্শকদের সম্মুখে লোহাগাড়ার উপজেলা পরিষদের পক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।