দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লা দেবীদ্বারে ফ্যামিলি প্লানিং-ফিল্ড সার্ভিসেস পর্যায়ে গর্ভনিরোধক ইঞ্জেক্টাবলস বিষয়ক ৬দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, শনিবার বিকেল পাঁচটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রনজিত সেন’র সভাপতিত্বে এবং ডা. কামরুন নাহার ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার।
এছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর (এফ পি আই) মোঃ মহিউদ্দিন বাহারুল, অফিস সহায়ক মোঃ মেহেদী হাসান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার প্রশিক্ষণার্থী বৃন্দ।
প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য করে প্রধান অথিতির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, আপনারা গ্রামের সাধারণ মানুষের কাছে গিয়ে সেবা দিয়ে থাকেন। আপনাদের সেবা দিতে গিয়ে কোন কিছুর অপ্রতুলতা যদি থাকে আমাদের জানাবেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং সেবার মান নিয়ে হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন।