মুরাদনগর, কুমিল্লা প্রতিনিধিঃ
‘মাদককে না বলুন, সুস্থ ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় এগিয়ে আসুন’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে টিভি কাপ কেরাম টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
৷ শনিবার (২৬ নভেম্বর) বিকেল ৩ টায় মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের রানীমুহুরী গ্রামে রানীমুহুরী ন্যাশনাল ক্লাব এর ১৪ বৎসর পূর্তি উপলক্ষে কেরাম টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
এ কে এম শফিকুল ইসলাম চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন।
নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইব্রাহিম সরকার, মমতাজ বেগম, হুমায়ুন কবির, সৈয়দ শওকত আহমেদ, জালাল উদ্দিন সরকার, আমজাদ হোসেন, আব্দুল আজিজ সরকার, হুমায়ুন, জাকির হোসেন, আসাদ মিয়া, সজল সরকার, রাসেল সরকার, শাহবুদ্দিন সবুজ, মাহমুদুল হাসান মাসুদ প্রমুখ।
এ সময় বক্তারা মাদক বিরোধী কর্মসূচির অংশবিশেষ হিসেবে এলাকায় সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজনের সকল কলাকুশলীদের ধন্যবাদ জানান। এলাকার তরুনরা সুস্থ ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় মনযোগি হলে তারা কখনও মাদকাসক্ত হবেনা বক্তারা এ আশা ব্যক্ত করেন। এলাকায় এরকম খেলাধুলার আয়োজনে এলাকার সচেতন ব্যক্তিদের এগিয়ে আসারও আহবান জানান।
খেলায় বিজয়ী আফজাল কান্দি ও রানার্স আপ মেঘনা। খেলায় স্পনসর করেন বাখরাবাদ বাজারের সিফাত ফ্যাশন এন্ড সুজ এর প্রোপাইটার মোঃ শহিদ মিয়া।