কুমিল্লা প্রতিনিধি //
কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউপি নির্বাচনে সহিংসতার খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ন্যাক্কারজনক ঘটনা ও হামলাট তীব্র নিন্দা জানিয়েছেন খোশবাস ইউনিয়ন বাসী।
গতকাল ২৮ নভেম্বর খোশবাস উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোটের দিন বেলা সাড়ে ১২টার দিকে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফরহাদ হোসেন সমর্থকেরা আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থীর কর্মীদের ধাওয়া কালে আদমপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. আমির হোসেন গুরুতর আহত হয়েছেন। এঘটনায় একই গ্রামের মৃত আলাউদ্দিনের শিশু পুত্রের গায়ে ককটেলের স্পিন্টার লেগে রক্তাক্ত আহত হয়। মৃত জহির উদ্দিনের ছেলে কাউছার সহ আরো এক বয়স্ক নারী আহত হয়ে বর্তমানে হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।
আহতের স্বজনরা বলেন, এই কেন্দ্রটি স্বতন্ত্র প্রার্থী ফরহাদের বাড়ির কেন্দ্র। নৌকা সমর্থক আমির হোসেন কে ভোটের শুরু থেকেই নানা ভাবে হুমকি ধমকি দিয়ে আসছিলো আনারস প্রতীক সমর্থকরা। কেন্দ্র ছেড়ে না যাওয়ায় আমির হোসেনের ওপর হামলা করে তারা। এতে হাতের রগ কেটে যায় এবং মাথায় প্রচন্ড জখম হয়। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে ইমার্জেন্সি ইউনিটে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
এবিষয়ে নব নির্বাচিত ও সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান সরদার বলেন, এলাকাবাসীর সমর্থন ও ভোটে হেরে যাওয়ার ভয়ে নানা ভাবে অপচেষ্টা করে ব্যার্থ হয়ে আমার এজেন্ট ও কর্মীদের ওপর ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে স্বতন্ত্রপ্রার্থী ফরহাদ ও তার লোকজন। গোলযোগ দেখে কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কর্মকর্তারা। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ফরহাদ হোসেনের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।