বরুড়া কুমিল্লা প্রতিনিধি //
গতকাল রবিবার তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।দেশের বিভিন্ন উপজেলার সাথে সাথে কুমিল্লা জেলায় ৩টি বরুড়া,হোমনা ও দাউদকান্দি উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটারদের উপস্থিতিতে অবাধ সুষ্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বরুড়ায় নির্বাচনীয় সহিংসতায় খোশবাস(উঃ), চিতড্ডা ও ঝলম ইউনিয়নের তিনটি ভোট কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করা হয়েছে।তাছাড়া বাকি সবগুলো সুষ্ট ভোট হয়েছে।বরুড়ায় ৯ ইউনিয়নের ২টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছে।তাছাড়া ঝলম ইউনিয়নের একটি কেন্দ্র স্থগিত করায় এ কেন্দ্রের ফলাফল স্থগিত। তবে এ ইউনিয়নেও স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু ৭৬৬ ভোট বেশি পেয়ে এগিয়ে আছে। তাছাড়া বাকি ৬ ইউনিয়নে নৌকার প্রার্থীরা বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছে।
বরুড়ার ৩নং খোশবাস উত্তর ইউনিয়নে সাবেক চেয়াম্যান নাজমুল হাসান সরদার (নৌকা),
১নং আগানগর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু (ঘোড়া),৩নং ভবানীপুর ইউনিয়নে খলিলুর রহমান খলিল (নৌকা),চিতড্ডা ইউনিয়নে জাকারিয়া (নৌকা),
ঝলম ইউনিয়নে একটি কেন্দ্র স্থগিত থাকায় এ ইউনিয়নের ফলাফল ঘোষনা হয় নি। তবে সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু (আনারস) স্বতন্ত্র প্রার্থী বাতেন থেকে ৭৬৬ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন।
আড্ডা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাদল (নৌকা),পয়ালগাছা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহিন উদ্দিন (নৌকা), আদ্রা ইউনিয়নে রাকিবুল হাসান লিমন (মোটর সাইকেল)
ও লক্ষীপুর ইউনিয়নে আবুল হাশেম (নৌকা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।