এদিকে বিভিন্ন উপজেলার ইটভাটায় বৃষ্টির কারণে কাঁচা ইট ঢেকে রাখতে দেখা যায়। বসে থাকতে হচ্ছে শত শত শ্রমিকদের। এইভাবে বৃষ্টি লেগে থাকলে চরম দুর্ভোগে পড়বে ইটভাটা মালিকরা।
বৃষ্টির কারণে ধান চাষিরা চরম বিপাকে পড়েছে।পাকা ধান কাটতে পারছে না আবার কাটা ধান সংগ্রহ করতে পারছে না কৃষকেরা। ধানক্ষেতে জমে আছে পানি। বিভিন্ন তরিতরকারির খেতে পানি জমে নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা। বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকেরা।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় জাওয়াদের বিস্তার ও প্রভাব আরো দুই দিন পর্যন্ত থাকতে পারে। এতে করে দেশের দক্ষিণাঞ্চলসহ কিছু কিছু জেলায় গুড়ি বৃষ্টি হতে পারে। সমুদ্র ও সমুদ্র তীরবর্তী এলাকার জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে।