মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম //
সিইপিজেড এলাকায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ ১০ ডিসেম্বর ,শুক্রবার সকালে সিপিআর এস বিভাগীয় সহ-সভাপতি মোঃ মাইনুল ইসলাম এর সভাপতিত্বে , সদস্য সচিব মোঃ ফারুক নাছিরের সঞ্চালনায়ে অনুষ্ঠিত হয়।
দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন-সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খোরশেদ উল্লাহ রযায়ী সাহেব। এ সময় তিনি বলেন, সর্বস্তরে অধিকার বঞ্চিতদের পাশে সিপিআর এস মানবাধিকার কর্মীরা আইনী সহায়তায় থাকবেন এবং অধিকার হরণ কারী দের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ- প্রতিরোধ গড়ে তোলার দৃঢ়ভাবে আহ্বান জানিয়েছেন। আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন- সংগঠনের ভাইস-চেয়ারম্যান শেখ নওঁশাদ সরোয়ার পিল্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন বেলাল,যুগ্ন সম্পাদক শওকত আলী বাদল, জাহিদুল ইসলাম জাফর, মোঃ নাসির উদ্দীন, সাংবাদিক ও লেখক- সংগঠক মুঃবাবুল হোসেন বাবলা,কারা এনজিও রং নির্বাহী পরিচালক মোঃ ফারুক হোসেন ঢালী, রুপাল বড়ুয়া, সংগঠনের আলাউদ্দিন, বাবুল হক, রিয়াজ উদ্দিন, শাহেদুর রহমান শাহেদ, জামাল হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে পিপিআর এস মানবাধিকার সংগঠন র্র্যালী সহকারে চট্টগ্রাম প্রেসক্লাব চত্তরে বিভিন্ন সংস্থার সঙ্গে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে যোগদান করেন। এসময় সংগঠনের নেতৃবৃন্দরা প্রায় দুই হাজার লিফলেট বিতরণ করেন।