ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের মাস্টারের সমর্থকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় আহত হয়েছেন ২৬ জন।
আহতদের উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রবিবার(১২ ডিসেম্বর)সকাল ৮ টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শ্রীফলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এঘটনায় আহতরা হলেন যারা,পিতা: মনছের লস্করের পুত্র মিল্টন হোসেন(২৩),মো: আশরাফুল উদ্দীনের পুত্র মেহেদী হুসাইন (৩৫),মৃত মুজিবুর লস্কারের ছেলে টক্কের আলী(৫৫),মৃত ওমেদ আলীর পুত্র লতিফ হোসেন(৪৫),রেজাউল করিমের পুত্র রাজু আহামেদ (২৬),মোঃ আজিজ লস্কারের পুত্র মো:আলামিন হোসেন (২৮),মো: মুকাদ্দেজ পুত্র রকিবুল ইসলাম (৩০),মৃত খিলাফত লস্করের পুত্র মো জালাল লস্কর (৪৫),মো সোহরাব হোসেনের পুত্র নাজমুল আলী (৩৮),মোঃ ঝন্টু লস্করের পুত্র শরিফুল লস্কর (৪০),মো: আনোয়ার হোসেন পুত্র রেজাউল করিম (৫০),মৃত আফছার হুসাইনের পুত্র আজিজুর লস্কর(৫১),তফছের লস্করের পুত্র জামাল হোসেন (২৮),আনোয়ার লস্করের পুত্র দাদুল লস্কর (৫৫),মোঃ হারুন লস্করের পুত্র তরিকুল ইসলাম (২৫),মোঃ মৃত আনোয়ার লস্করের পুত্র ইমদাদুল হক( ৬০),মো: ঝন্টু লস্করের পুত্র মোঃশরিফুল লস্কর (৫০),মৃত উমেদ আলী পুত্র মো: বিশারত লস্কর (৪০),পিতা মতিয়ার লস্করের পুত্র মো মনিরুল ইসলাম (৩৫),মৃত খিলাফত পুত্র মোঃ জালাল লস্কর(৫০),মৃত আফসার উদ্দীন লস্কর মো: আইয়ুব আলী(৫২),মৃত মুজিবুর লস্করের পুত্র মুনতাজ আলী(৫০),মৃত ওমেদ আলী লস্করের পুত্র লতিফ লস্কর (৫০),স্বামী আরশাফ লস্কর স্ত্রী আইনুর নাহার (৫০),মৃত ক্ষয়বার লস্করের স্ত্রী খাদিজা খাতুন (৫৫) মো: মনছের লস্কর স্ত্রী ফায়িমা খাতুন (৫০) তারা সবাই একই এলাকার বাসিন্দা ও ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকার) প্রার্থী আব্দুল কাদের মাস্টারের সমর্থক।
নৌকা প্রার্থী সমর্থকদের উপর অতির্কিত হামলা, প্রচার-প্রচারণায় বাঁধা ও হুমকি-ধামকীর ঘটনা ঘটেছে।
এসময় নৌকার প্রার্থীর নারী-পুরুষসহ ২৬ জন আহত হয়েছেন।এতে এলাকার সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৭ নং রঘুনাথপুর ইউনিয়নের আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছে আব্দুল কাদের মাস্টার। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছে বসির উদ্দীন। কর্মী-সমর্থকেরা এ হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে।
হরিনাকুণ্ডুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুল রহিম মোল্লা জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুর্ব শত্রুতার জের ধরে এধরণের ঘটনা ঘটতে পারে বলে তিনি জানিয়েছেন। বর্তমানে ইউনিয়নের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।