জাহাঙ্গীর কবির নানক বলেন,উন্নয়নের সরকার বর্তমান সরকার।বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি অর্জন করেছে।খালেদা জিয়া প্রসঙ্গে বলেন,একজন সাজাপ্রাপ্ত আসামীকে চিকিৎসা করার সুযোগ দিয়েছেন। চলাফেরার সুযোগ দিয়েছেন। কিন্তু বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় ২০০৪ সালে শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল।
রবিবার (১২ ডিসেম্বর) বেলা ১০ টায় ডিএসসিসির ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ আওতাধীন ত্রি- বার্ষিক ইউনিট সম্মেলনে তিনি এসব কথা বলেন।মাতুয়াইল ইউনিয়নের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শান্ত নুর খানের সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সহ-সভাপতি মিজবাহুর রহমান ভূইয়া রতন ও সরফুদ্দিন আহমেদ সেন্টু,সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মুন, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, প্রচার সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল,৬৮ নং ওয়ার্ড আওয়ামিলীগ নেতা তারিকুল ইসলাম খান শাহীন, ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন সৌরভ,সাধারণ সম্পাদক আসিফ খান প্রমুখ।এর আগে বেলা ১০ টায় বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। এ সময় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল।
বিশেষ অতিথির বক্তব্য মেয়র তাপস বলেন, বঙ্গবন্ধুকন্যার আশীর্বাদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে জনগণের বিপুল ভোটে ডিএসসিসির মেয়র নির্বাচিত হওয়ার মাধ্যমে নগরবাসীর সেবা করার সুযোগ পেয়েছি।