1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ

Translate in

যথাযোগ্য মর্যাদায় লোহাগাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৫১৩ বার দেখা হয়েছে
জমির উদ্দীন লোহাগাড়া (চট্টগ্রাম)

সারাদেশের মতো চট্টগ্রামের লোহাগাড়ায়ও  বিনম্র শ্রদ্ধার সাথে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

সোমবার (১৪ ডিসেম্বর) এ উপলক্ষে সকালে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, পুষ্পাঞ্জলি প্রদান এবং শহীদ বুদ্ধিজীবীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্টিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাকের হোসাইন মাহমুদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ নুরুল ইসলাম, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, লোহাগাড়া প্রেস ক্লাব প্রচার-প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহেদুল ইসলাম,দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করে আলবদর ও রাজাকাররা এ দেশকে মেধাশূন্য করেছে। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। এরাই আবার স্বাধীন দেশে জঙ্গিবাদের বীজ বপন করে আমাদের সব অর্জনকে ধ্বংস করতে চায়। জঙ্গিবাদ নির্মূল করে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।তিনি আরও বলেন,মেধাবী সন্তানদেরকে হত্যা করে পুরো জাতিকে মেধাহীন করতে চেয়েছিল। কিন্তু তাতে তারা সফল হয়নি। আজ এগিয়ে যাচ্ছে দেশ। বিশ্বের দরবারে দেশ এখন মাথা উচু করে দাঁড়িয়েছে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য  নেতৃত্বে বিশ্বের দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তিনি আরও বলেন,পদ্মা সেতু এখন উন্নয়নের দৃশ্যমান। বাঙ্গালী জাতির জন্য আজকের দিনটা অনেক স্বরণীয়।জাতির পিতার স্বপ্ন কে হৃদয়ে ধারণ করতে হবে।

এসময় বক্তারা  বলেন শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করে আলবদর ও রাজাকাররা এ দেশকে মেধাশূন্য করেছে। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। এরাই আবার স্বাধীন দেশে জঙ্গিবাদের বীজ বপন করে আমাদের সব অর্জনকে ধ্বংস করতে চায়। জঙ্গিবাদ নির্মূল করে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।আপনারা জানরন শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে তাঁরা ঢাকায় ১৯৭১ সালে পাক বাহিনী বাংলাদেশের শতাধিক বুদ্ধিজীবী সহ শিক্ষক, ডাক্তার, সাংবাদিক ও অন্যান্যদের নৃশংসভাবে হত্যা করে।

এছাড়া বাংলাদেশ স্বাধীনতা লাভের দু’দিন আগে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাক বাহিনী রাজাকার, আল বদর এবং আল শাম সহ স্থানীয় সহযোগীদের সঙ্গে দেশের বুদ্ধিজীবীদের ওপর নৃশংস অত্যাচার চালায় এবং তাঁদের হত্যা করে।১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর এই ঘটনার ওপর আলোকপাত করা হয়।

অনুষ্টানে উপজেলার কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষা প্রতিষ্টানের সকল শিক্ষার্থীগণ উপস্হিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০