মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বুদ্ধিজীবিদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতার মধ্যদিয়ে কুমিল্লার মুরাদনগরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরে কবি নজরুল মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহাম্মেদ সোহাগ, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম, বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল আহম্মেদ খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, সিনিয়র মৎস কর্মকর্তা মুহাম্মদ ফয়েজুর রহমান প্রমুখ।