বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে ৫০-শয্যাবিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ইনডোর সেবা কার্যাক্রমের উদ্বোধন করে জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীয় অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যন শেখ লুৎফর রহমান বাচ্চু, শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজের অধ্যাক্ষ ডা: মো: জাকির হোসেন, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ফিতা কেটে ইনডোর সেবা কার্যাক্রমের উদ্বোধন করে হাসপাতালের কার্যাক্রম পরিদর্শ করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এ অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মচারী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
দুই বছর আগে গোপালগঞ্জে ৫০-শয্যাবিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালটিতে আউটডোরে রোগী দেখা হচ্ছেল। তবে এবার থেকে ইনডোরে রোগী দেখা হবে। এতে গোপালগঞ্জসহ আশপাশের জেলার ডায়াবেটিক রোগীরা সহজেই সেবা নিতে পারবেন।