দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//
কুমিল্লার দেবীদ্বারে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত।
বৃহস্পতিবার মহান বিজয় দিবসের প্রত্যুষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সূচনা করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার বঙ্গবন্ধু ম্যুরাল, মুক্তিযোদ্ধা চত্বর ও গণকবরে উপজেলা প্রশাসক, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা প্রেসক্লাব, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ন্যাপ, কমিউনিস্ট, মহিলা আওয়ামী লীগ, মহিলা শ্রমিক লীগ সহ উপজেলার বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গসংগঠন সহ শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের সাধারণ জনগন শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
এদিকে এ দিবসে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠানে সংসদ সদস্যের অনুপস্থিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। কুচকাওয়াজে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেন।
পরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারন এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও হাসপাতাল, সরকারী শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বাদ যোহর জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ এবং সুবিধামত সময়ে মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
সন্ধ্যায় উপজেলা হলরুমে আয়োজিত “সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।এই অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির কর্মসূচি সমাপ্ত করা হবে।