দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি//
মহান বিজয় দিবস উপলক্ষে “তারুণ্যের চোখে আমার স্বদেশ” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিজয় উৎসব উদযাপন কমিটি, কুমিল্লা।
বীর মুক্তিযোদ্ধা কমরেড মোঃ হোসেন’র সভাপতিত্বে, ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা সাবেক সভাপতি জুনায়েদ রায়হান মিয়াজী ও সাবেক সাধারন সম্পাদক সুজন চক্রবর্তী অপূর্বের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি ১৬ডিসেম্বর সন্ধ্যায় নগরের বধূবরন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, লেখক, গীতিকবি ও বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. এম কে ঢালী, সিপিবি কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক পরেশ কর, বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, কুমিল্লা সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও কথা সাহিত্যিক ফারুক আহম্মদ, যুব ইউনিয়ন সাবেক প্রেসিডিয়াম সদস্য শেখ আবদুল মান্নান, ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সরকার প্রমুখ।
আলোচনায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তবে দুঃখজনক হলেও সত্য, যে স্বপ্ন নিয়ে মহান মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতার ৫০ বছর পরও সে স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। বীর মুক্তিযোদ্ধারা তাদের রণাঙ্গনের ইতিহাস ও অভিজ্ঞতাগুলো আগামী প্রজন্মের তরুণদের সামনে তুলে ধরেন।
পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, সীমা মজুমদার, শুভেচ্ছা, অনির্বাণ, বিথী, সূরভী, নোভা মজুমদার, প্রথমা হাসান সহ আরো অনেকেই।