মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের খাপুরা ও উলুমুরিয়া গ্রামবাসীর যৌথ উদ্যোগে সম্ভ্যাব্য চেয়ারম্যান প্রার্থী ও বাঙ্গরাবাজার থানা কৃষকলীগের আহŸায়ক আবু মুছা আল কবিরের উঠান বৈঠক, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার উলুমুরিয়া গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও ডাঃ এনামুল হকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাঙ্গরাবাজার থানা কৃষকলীগের যুগ্ম আহŸায়ক আবু বক্কর সবুজ, ডাঃ হুমায়ন কবির, আবদুল খালেক মাষ্টার, সাদেকুল ইসলাম খোকন, জয়নাল হোসেন মেম্বার, আমিনুল ইসলাম, নাছির উদ্দিন সরকার বাবুল। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন আবুল কালাম, কালন মিয়া, হারুনুর রশিদ, করিম মিয়া, জুলহাস মিয়া, খলিলুর রহমান, সালাম মোল্লা, মোঃ শরীফসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও নারী পুরুষসহ এলাকার সর্বস্তরের জনতা। অনুষ্ঠানে দোয়া ও বিশেষ মোনাজাত করেন মাওলানা মুহাম্মদ গোলাম মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে সম্ভ্যাব্য চেয়ারম্যান প্রার্থী আবু মুছা আল কবির বলেন আমি চেয়ারম্যান নির্বাচিত হলে বিনামূল্যে জন্ম নিবন্ধন প্রদান করবো, সরকারি ফি আমি আমার ব্যাক্তিগত তহবিল থেকে প্রদান করবো। ভাতার কার্ড পেতে কাউকে টাকা দিতে হবে না। আমি শাসক নয় সেবক হয়ে থাকতে চাই। এলাকার উন্নয়নে জন্য উম্মুক্ত আলোচনার মাধ্যমে বাজেট র্নিধারন করা হবে। আমি আপনাদের সন্তান, সবাই আমার জন্য দোয়া করবেন।