1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন

Translate in

শ্রীমঙ্গলে কিশোরী সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৩২ বার দেখা হয়েছে
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সূচনার আয়োজনে  অনুষ্ঠিত হয়েছে কিশোরী সমাবেশ ও আনন্দ উৎসব।
বৃহস্পতিবার দুপুরে   শ্রীমঙ্গল  জেলা পরিষদ   অডিটোরিয়ামে উন্নয়ন সংগঠন  সূচনা আয়োজিত
এ সমাবেশের উদ্বোধন করেন  শ্রীমঙ্গল উপজেলা পরিষদের  চেয়ারম্যান ভানুলাল রায়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীমঙ্গল থানার ইনর্চাজ শামীম উর রশিদ তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক  কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কর্ণ চন্দ্র মল্লিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছালেহ আহমদ জাকির, সূচনার উপজেলা প্রকল্প কর্মকর্তা মোস্তফা হায়দার মিলন,
দিনব্যাপী এ সমাবেশে কিশোরীদের নিয়ে ছিলো অতিথিদের আলোচনা সভা, বিগত বছরের সার্বিক কর্মকান্ড তুলা ধরা, অসচেতনতা নয় দরিদ্রতাই বাল্য বিবাহের মূল কারন তুলে ধরা হয় বির্তক প্রতিযোগীতায়, সফলতার গল্প, কুইজ প্রতিযোগিতা, সমাজিক উন্নয়নে নাটক মঞ্চায়ন, দলীয় নৃত্য, একক নৃত্য, পিঠার ও হাতের কারুকাজের ষ্টল এবং পরিশেষে পুরুষ্কার বিতরনী মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ৩ নং  শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ও সিন্দুরখান ইউনিয়নে  অর্ধশতাধিক কিশোরী অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  পূর্ণিমা সূত্রধর ও সূচনার মনিটরিং কর্মকর্তা চৌধুরী আমির হামজা,   রমানাথ রায় ও ইউনিয়ন র্কোডিনেটর শ্যামল কান্তি বৈদ্য।
পুরো হল রুম জুড়ে  কুড়িতে বুড়ি নয়, আঠারোর আগে বিয়ে নয়, সবাই মিলে আওয়াজ তুলি বাল্যবিবাহ বন্ধ করি, নারী ও পুরুষ একসাথে সিদ্ধান্ত নিলে, পরিবারের অনেক  সমস্যা সহজে মেলে এমন শতাধিক স্লোগানে দেওয়ালিকা আয়োজন ছিলো চোখে পড়ার মত।
সন্ধ্যা পর্যন্ত নাচ-গান আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানে ভরপুর ছিল জেলা পরিষদ অডিটোরিয়াম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০