মুরাদনগর (কুমিল্লা ) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রাজাবাড়ী গ্রামে সপ্তম শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্রী (১৪)কে ধর্ষনের চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে।
অভিযুক্ত জাবেদ (২০) রাজাবাড়ী গ্রামের সাবেক পুলিশ সদস্য মিলন মিয়ার ছেলে।
ভূক্তভোগী পরিবারটির অভিযোগ থানায় মামলা হওয়ার পর থেকে আসামীপক্ষ বিভিন্ন ভাবে মামলা তুলে নিতে হুমকি প্রদান করছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রাজাবাড়ী গ্রামের সাবেক পুলিশ সদস্য মিলন মিয়ার ছেলে জাবেদ তাদের বাড়ীর ভাড়াটিয়া ও বলিঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৪)কে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলো। তার কু-প্রস্তাবের বিষয়টি ওই স্কুলছাত্রী মা-বাবাকে জানালে সে আরো ক্ষিপ্ত হয়ে তাকে সর্বনাশ করেদিবে বলে হুমকি প্রদান করে। এরই জের ধরে গত ১৯শে ডিসেম্বর রবিবার সন্ধ্যায় ওই ছাত্রীর মা-বাবা জারুরী কাজে উপজেলার গাজীরহাট বাজারে যায়। এসময় জাবেদ ঘরে প্রবেশ করে ওই ছাত্রীটিকে একা পেয়ে টেনে হিচড়ে খাটের উপর তুলে মুখে গামছা গুজে দিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এক পর্যায়ে ওই ছাত্রী কৌশলে মুখের গামছা খুলে চিৎকার করতে থাকে এবং জাবেদকে স্বজোরে ধাক্কা মেরে ফেলে দেয়। তার শোরচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে জাবেদ পালিয়ে যায়। ঘটনার পর মামলা না করতে ভূক্তভোগী পরিবারটিকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে জাবেদের পরিবার। পরে স্থানীয় কয়েক জনের সহযোগীতায় ঘটনার তিনদিন পর ২২শে ডিসেম্বর বাঙ্গরা বাজার থানায় ভূক্তভোগী নিজে বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সুত্র জানা যায়, জাবেদ এলাকায় বিভিন্ন সময় মেয়েদের কু-প্রস্তাব দিয়ে থাকে এবং যৌন নিপীড়নের মত নিকৃষ্ট অপকর্ম করে আসছে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত জাবেদ পলাতক। তাকে ধরতে আমাদের সকল প্রকার চেষ্টা অব্যাহত রয়েছে। আর মামলা তুলে নিতে হুমকির বিষয়টি আমার জানা নেই। যদি এ ধরনের কোন ঘটনা ঘটে থাকে অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।