বান্দরবানের বাদুরের ঝর্ণা এলাকায় নিখোঁজ হওয়া ২ পর্যটকের ১ জনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।
শনিবার(২৫ ডিসেম্বর) সকাল ৯টায় রোয়াংছড়ি উপজেলার তারাছা বাদুরের ঝর্না এলাকার সাংগু নদী থেকে নিখোঁজের ১৯ ঘন্টা পর উদ্ধার হয়।
উদ্ধারকৃত লাশের পরিচয় মারিয়াম আদনীন (১৭) সে নারায়নগঞ্জ ফতুল্লার জহিরুল ইসলামের মেয়ে।
তবে আহনাফ আকিব (২২) এখনো নিখোঁজ রয়েছে।
গত বুধবার (২২ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে খালাতো ভাই, মামাতো ভাইসহ একই আত্মীয় স্বজনের ১০জন সকালে বান্দরবানের হোটেল দ্যা প্যারাডাইস এ উঠে। বান্দরবানের নীলাচল, মেঘলা, নীলগিরিসহ বিভিন্ন স্পট ঘুরে বেড়ায়। গত শুক্রবার রাতের বাসে তারা নিজ বাড়িতে ফেরার কথা ছিল।শুক্রবার সকালে সাংগু নদীতে নৌকা ভ্রমনে বের হয়ে রোয়াংছড়ি উপজেলার তারাছা বাদুরের ঝর্না এলাকার সাংগু নদীতে মুছায়াত তানিম নদীতে গোসলে নামলে হঠাৎ নদীর মধ্যে তার পা মাটি থেকে সরে যায়। তাকে উদ্ধারের জন্য বাকিরা নদীতে ঝাঁপিয়ে পড়লে ঘটনাস্থলে নারায়ণগঞ্জের আমিনুল ইসলামের মেয়ে মারিয়া ইসলাম (১৯) এর পানিতে ডুবে মৃত্যু হয় এবং নারায়ণগঞ্জের ফতুল্লার জহিরুল ইসলামের ছেলে মোঃ আহনাফ আকিব (২২) ও মেয়ে মারিয়াম আদনিন (১৭) নিখোঁজ ছিলেন।
বান্দরবান ফায়ার সার্ভিস সিনিয়র ষ্টেশন অফিসার নাজমুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, সাংগু নদীতে নিখোঁজ ২ পর্যটকের মধ্যে মারিয়াম আদনীন (১৭)’র লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহনাফ আকিবকে এখনো পাওয়া যায়নি।তাকে উদ্ধার কাজ চলমান রয়েছে।