কুমিল্লা প্রতিনিধি //
কুমিল্লায় চতুর্থ দফা ইউপি নির্বাচনে ৬টি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল ৮ টা হতে শুরু হওয়া ভোট গ্রহণ অনুষ্ঠান চলেছে বিকাল ৪ টা পর্যন্ত।
এখন পর্যন্ত বড় ধরনের কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি, তবে ৫নং পাচথুবি ইউনিয়নের শারদার কেন্দ্রে আকস্মিক উত্তেজনা তৈরি হলে আইনশৃঙ্খলা বাহিনীর তড়িৎ পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে, পরে সাময়িক সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত রাখার পর পূনরায় গ্রহণ শুরু হয়। সদরের ছয়টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও এর মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা হয়েছে কালিরবাজার ও আমড়াতলি এই ২টি ইউনিয়নে, বাকি ৪ ইউনিয়নে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
৩নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের রেলওয়ে পাবলিক হাই স্কুল, আফজলখাঁন কারিগরি কমার্স কলেজ, দিদার মডেল হাই স্কুল সহ বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সবাই তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও তাদের মধ্যে তেমন কোন অভিযোগ লক্ষ্য করা যায়নি, তবে দীর্ঘদিন পর তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারায় কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করছেন।
সদরের ১ নং কালিরবাজার ইউনিউয়নকে নির্বাচন কমিশনের পক্ষ হতে অধিকতর গুরুত্বপূর্ণ ঘোষণা করা হলেও ভোট গ্রহণ নির্বিগ্ন করতে আইন আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতায় এখন পর্যন্ত কোন প্রকার বিশৃংখলার খবর পাওয়া যায়নি। ইউনিয়নের হাতিগাড়া উচ্চ বিদ্যালয়, ইউপি উচ্চ বিদ্যালয়, ধনুয়াইশ উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেত্রিত্বে একাধিক টিমের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জেলা নির্বাচন কমিশন সূত্র হতে জানানো হয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন শক্ত পদক্ষেপ গ্রহণ করছে।