সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনা পাড়ায় অবস্থান নেয়। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা দোলা পরিবহনের একটি বাস কাউন্টার ভাংচুর করে।
পরে নিরাপদ সড়কের দাবীতে ঘোনাপাড়ায় মহাসড়কের উপর অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেয়ার জন্য অনুরোধ করলেও তারা তাদের অবস্থা থেকে না সরে মহাসড়ক অবরোধ করে রাখে। পরে শিক্ষক ও পুলিশের অনুরোধে আড়াই ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
মহাসড়ক অবরোধের মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে দুই পাশের প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে তিন শতাধিক যানবাহন আটকা পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হয়।
প্রসঙ্গত, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় দোলা পরিবহনের একটি বাসের চাপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম শুভ নিহত হন। এতে আরো দুই শিক্ষার্থীসহ আরো তিনজন আহত হন।