1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন

Translate in

গোপালগঞ্জে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ১৭৩ বার দেখা হয়েছে
গোপালগঞ্জ প্রতিনিধি //
গোপালগঞ্জে “মানসম্মত ও নৈতিক শিক্ষা বিস্তার” বিষয়ে করনীয় শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও হাঙ্গার প্রজেক্ট যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।

“সুশাসন ও সোনার বাংলা প্রতিষ্ঠায় মানসম্মত ও নৈতিক শিক্ষা এবং শুদ্ধাচার চর্চার বিকল্প নেই” এ প্রতিপাদ্য নিয়ে  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় গোপালগঞ্জ পৌর সভার হল রুমে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু।

জেলা সুজনের সভাপতি রবীন্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র, জেলা সমবায় অফিসের উপ-পরিচলক হারুন অর রশিদ, পৌর সভার সচিব কে জি এম মাহমুদ, সাংবাদিক প্রসূন মন্ডল, বিশিষ্ট সমাজসেবক রাজিউদ্দিন খান বক্তব্য রাখেন।

সুজনের প্রতিনিধি মো:  ইনছান উদ্দিন মোল্যার সঞ্চালনায় বৈঠকে প্রবন্ধ উপস্থাপনা করে সরকারী বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শাহ আলম ও লাল মিয়া সিটি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক বিল্লাল হোসেন।

বৈঠকে গাইড বই পড়ানো, কোচিং ক্লাশ করানো, ধর্মীয় শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০