রবিবার বিকেল ৪ টায় উপজেলার দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের হাপুরখাড়া এলাকায় ৯নং বিটে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সহকারি বিট অফিসার এএসআই মোঃ শাহাদাৎ হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) মোঃ আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন ইউপি নির্বাচনে উক্ত ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ হুমায়ুন কবির, বিট অফিসার এসআই মোঃ সালাউদ্দিন শামীম।
এছাড়াও উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুল ইসলাম মান্নান, ১নং ওয়ার্ড মেম্বার হুমায়ুন কবির সহ ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের বর্তমান ও আসন্ন নির্বাচনে সম্ভাব্য মেম্বার প্রার্থী গন।
উক্ত মতবিনিময় সভায় ওসি মোঃ আরিফুর রহমান, নির্বাচনে যেন কোনো সহিংসতা না হয় সকলে যেন বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে সেই লক্ষ্যে। দু’জন চেয়ারম্যান প্রার্থী এবং বর্তমান ও সম্ভাব্য মেম্বার প্রার্থীগণকে একত্রে মিলিত করে দেন।
এসময় তিনি দেবীদ্বারে চুরি-ডাকাতি দস্যুতা ধর্ষণ- গণধর্ষণ, মাদক ব্যবসা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশের সাথে একত্রে কাজ করে সহযোগিতার জন্য এলাকার বিভিন্ন পেশা/শ্রেণীর মানুষ ও সুশীল সমাজের প্রতি আহবান জানান। এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের অস্থিতিশীল ও সহিংস ঘটনা যেন না ঘটে সেদিকে সতর্ক থাকার আহবান করেন এবং জনগণকে সতর্ক করে দিয়ে বলেন, জয়-পরাজয় নির্বাচনের অংশ। এ নিয়ে কোন ধরনের সহিংসতা/বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যারা সহিংসতা ঘটানোর চেষ্টা করবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।