রবিবার (১৬ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি লেকপাড় ব্রীজের পাশ থেকে ওই ব্যাবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম হত্যাকান্ডের বিশয়টি নিশ্চিত করেছেন।
নিহত মিন্টু মিনা ওরফে কোটন গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি গ্রামের মৃত আকতার মিনার ছেলে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম জানান, সকালে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরকান্দি লেকপাড় ব্রীজের পাশে ওই ব্যবসায়ীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
ওসি আরো বলেন, নিহতের মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে গেছে বলে ধারনা করছে পুলিশ।
নিহতের ভাগ্নে ইমন শেখে লেন, রাতে দোকান থেকে বাড়ি ফিরে। পরে রাত ১০টার দিকে তিনি আবারো বাড়ি থেকে বরে হয়ে রুটি ও জর্দা কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্বিত্তরা তাকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়।