নিজস্ব প্রতিনিধি //
কুমিল্লার হোমনায় দিনের বেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশু সহ ১০ জন আহত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারী) সকালে ১০ টার দিকে চান্দেরচর ইউনিয়নের তাতুয়ারচর ও চান্দেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
শেয়ালের কামড়ে আহতরা হলেন, জান্নাত(৫),শরীফা খাতুন(৪৫),নুরনবী(২৬) হামিদা আক্তার(২৬), শিল্পী আক্তার(১৪), আঃ আউয়াল(৫০) শাহ জাহান(৪৫) ,নুরজাহান(৩৬), আফরোজা খাতুন(৩১), মনোয়ারা(৩৫)।
এলাকাবাসী জানায়, সকাল ১০টার দিকে জঙ্গল থেকে একটি শিয়াল তাতুয়ারচর গ্রামে এসে অতর্কিত যাকে সামনে পায় তাকেই কাঁমড়াতে থাকে। মুহূর্তেই এলাকায় শিয়াল আতংক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে চান্দেরচর শরীফা খাতুনের গালে কামড় দিলে গ্রামের লোকজন লাঠি-সোঁটা নিয়ে শেয়ালটি পিটিয়ে মেরে ফেলে। এ দিকে আহতদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফা ও নুরনবীকে ঢাকায় প্রেরণ করেন। বাকিদের রেবিস ভ্যাকসিন দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার।