টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সুলতান মাহমুদ সংঘর্ষের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সুবল শিকদার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের কাকইবুনিয়া গ্রামের মৃত নিশিকান্ত শিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় – ওই গ্রামের সার্বজনীন দুর্গা মন্দিরের ৫১ শতাংশ জমি নিয়ে টুঙ্গিপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাসের সাথে একই গ্রামের মিলন শিকদারের সাথে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে মামলার বাদী মিলন শিকদারের কাকাতো ভাই সুবল শিকদারসহ ৫ জন গুরুতর আহত হন। পরে সুবল শিকদারকে মারাত্মক আহতাবস্থায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।