মুরাদনগর,কুমিল্লা,প্রতিনিধি//
কুমিল্লার মুরাদনগর থানাধীন ভাগলপুর গ্রামের বাসিন্দা। দারিদ্রতার কাছে হার মানতে চাননি কখনো, আবাদযোগ্য কোনো জমি নেই, ছোট্ট একটি কুঠিরে বাবা-মা ও পাঁচ সন্তান নিয়ে তার বসবাস এই কুঠিরেই তার রয়েছে ছোট্ট একটি দোকান যা দিয়ে তিনি দিনাতিপাত করছেন।
শুক্রবার ( ২১ শে জানুয়ারি ) সকাল সাড়ে ১০ টার দিকে তাকে জাগ্রত সিক্সটিন সংগঠন। ইউনুস স্টোর নামে মুদি দোকান উপহার দেন।
এই অসহায় মানুষের আর্তচিৎকার হয়তো কেউ দেখে না, দেখেনা তাদের দুঃখ দুর্দশার বেদনাদায়ক কষ্ট। আমাদের সমাজে এমন অনেক মানুষ নিরবে নিভৃতে কাঁদছে! তাদের কান্নার শব্দও কেউ শোনেনা। এমনই একজন মানুষ ইউনুস মিয়া যার কান্নার আওয়াজ কেউ শোনেনি বলে শত কষ্ট দূর্দশা নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন তিনি।
তার কষ্টের অংশিদার হতে দেশ-বিদেশ থেকে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সকলের ঐকান্তিক সহযোগিতায় জাগ্রত সিক্সটিন ইউনুস মিয়ার জন্য একটি মুদি দোকান তৈরি করে দেওয়ার উদ্যোগ নেন এতে করে যদি তার ভাগ্যের পরিবর্তন হয়।
মুদি দোকানের যাবতীয় মালামালসহ দোকানটি সাজিয়ে দেন জাগ্রত সিক্সটিন এর সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন জাগ্রত সিক্সটিন সংগঠন এর প্রতিষ্ঠাতাও সভাপতি মোঃরাশেদুল আলম (রাশেদ),সহসভাপতি মিজানুর রহমান ভূঁইয়া,দপ্তর সম্পাদক আনিছুর রহমান মীর, সাংগঠনিক সম্পাদক আরিফ মোল্লা,প্রবাসী আলমগীর,আমীর হোসেন,আক্তার ভূঁইয়া সোহেল ভূঁইয়া,নূর জামান,রিমন ভূঁইয়া,লিছান ভূঁইয়া,সাইদুল মোল্লা,সাজ্জাদ ভূঁইয়া প্রমুখ।