মিজানুর রহমান মিলন শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে গত পাঁচ দিনে হিংস্র শিয়ালের আক্রমণে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শিয়ালের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী হামলা চালিয়ে অন্তত চারটি শিয়াল মেরে ফেলেছেন। শিয়ালের আক্রমণ থেকে বাঁচতে স্থানীয় লোকজন দল বেঁধে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন। ভয়ে সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না লোকজন।
স্থানীয় লোকজন জানান, রাত নামলেই গ্রামের ঝোপঝাড় ও জঙ্গলে লুকিয়ে থাকা মানুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ছে শিয়াল, মানুষকে আক্রমণ করছে। আত্মরক্ষার জন্য মানুষও লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে শিয়াল পিটিয়ে মারছেন।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম নয়ন বলেন, গত সোমবার রাতে ফুলকোট গ্রামের চায়ের স্টলে বসে ছিলেন গ্রামের পাঁচ-ছয়জন লোক। পাশের ঝোপজঙ্গল থেকে দল বেঁধে আসা শিয়াল হঠাৎ তাঁদের আক্রমণ করে। শিয়ালের কামড়ে সাইদুর রহমান, জিয়াউর রহমান ও আবদুর রহমান নামের তিনজন আহত হন। তার এক দিন আগে ভোরে ফুলকোট দক্ষিণপাড়া গ্রামের মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় চারজন শিয়ালের আক্রমণের শিকার হন।
স্থানীয় লোকজন জানান, রাত নামলেই মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে শিয়াল। আত্মরক্ষার জন্য মানুষও লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে শিয়াল পিটিয়ে মারছেন।
নজরুল ইসলাম নয়ন আরো বলেন, চার দিনে শিয়ালের আক্রমণে দুই গ্রামের অন্তত ৩০ জন আহত হয়েছেন। মানুষের হামলায় মারা গেছে চারটি শিয়াল। আহত ব্যক্তিরা শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন কানিছ ফারজানা বলেন, বাসস্থান ও খাদ্য–সংকটে দিশেহারা এবং জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে শিয়ালের দল কয়েক দিন ধরে ওই দুই গ্রামে মানুষ দেখলেই আক্রমণ করছে বলে প্রাথমিকভাবে জেনেছেন। তবে শিয়াল মেরে না ফেলার জন্য স্থানীয় লোকজনকে পরামর্শ দেন তিনি।