1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন

Translate in

রাখালিয়া ওয়াকফ এস্টেট’র মোতওয়াল্লী ওমর ফারুক, সম্পাদক – টিটু 

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪২০ বার দেখা হয়েছে
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী ‘রাখালিয়া বাজার জামে মসজিদ ওয়াকফ এস্টেট’ এর মোতওয়াল্লী হিসেবে মোহাম্মদ ওমর ফারুককে নিযুক্ত করে বাংলাদেশ ওয়াকফ প্রশাসক, অতিরিক্ত সচিব আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি প্রজ্ঞাপন জারি করেন। এতে মোঃ জাকির হোসেন পাটোয়ারীকে সহ-সভাপতি ও তারেক হোসেন চৌধুরী টিটুকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেন।
রাখালিয়া বাজার জামে মসজিদ ওয়াকফ এস্টেট,রায়পুর,  লক্ষ্মীপুর নামে তফসিল বর্ণিত ০.৮৮৯৩ (শুণ্য দশমিক আট আট নয় তিন)একর সম্পত্তি মিস ই সি নং ২১/২০২০ কে রূপান্তরক্রমে ২২২৮৯ নং ই সি নথিতে তালিকাভুক্ত করে মোহাম্মদ ওমর ফারুককে মোতওয়াল্লী বা সভাপতি নিয়োগ করা হয়। যা অফিস আদেশ স্মারক নং-১৭৪. তারিখ ২৪ মার্চ ২০২১ ইংরেজি।
জানা গেছে, রাখালিয়া বাজার জামে মসজিদ ওয়াকফ এস্টেট, রায়পুর, লক্ষ্মীপুর নামীয় ০.৮৮৯৩ একর সম্পত্তি (দলিল নং ১৯৯০) মসজিদ, ঈদগাহ, মাদ্রাসা ও স্কুলের জন্য ওয়াকফ করেন দানশীল ব্যক্তি কেয়ামত উদ্দিন পাটোয়ারী ১৮৯০ সালে। তৎসময়েই উক্ত সম্পত্তিতে মসজিদ স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০