রোববার প্রকাশিত এইচ,এস,সি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় দেবীদ্বারের ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৫৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৫২৩ জন কৃতকার্য ও ৯৫ জন অকৃতকার্য হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪ কলেজ ও ৭ মাদ্রাসায় শতভাগসহ ২০০শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবং ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ-৫’র কোঠা ছিল শূণ্য।
রেকর্ড সংখ্যক পাশে শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত অপর দিকে শিক্ষার্থীদের পাশের সংখ্যা বাড়লেও শিক্ষার গুণগত মান নিয়ে উৎকন্ঠিত অনেক অভিভাবক। কেননা শিক্ষার গুণগত মান বজায় না থাকার কারনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ছিটকে পড়তে হচ্ছে অনেক শিক্ষার্থীর। কর্ম ক্ষেত্রেও একই হাল পরিলক্ষিত হচ্ছে।
ফলাফলে সবচেয়ে বেশী খারাপ করেছে দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ, এ কলেজে অকৃতকার্য ৪০জন, দ্বিতীয় স্থানে রয়েছে দেবীদ্বার আলহাজ্ব
১৪টি কলেজ’র মধ্যে শতভাগ পাশ করা ৪ কলেজ- এলাহাবাদ মহা বিদ্যালয় পরীক্ষার্থী- ২১৭জন (জিপিএ ৫- ৪০জন), মোহাম্মদপুর সেরাজুল হক কলেজে পরীক্ষার্থী- ২০৫জন, (জিপিএ ৫- ৩জন), গঙ্গামন্ডল বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে পরীক্ষঅর্থী ১০৮ জন (জিপিএ ৫- ২জন), গঙ্গামন্ডল মডেল কলেজে পরীক্ষার্থী ৩৩জন (জিপিএ-৫ শূণ্য)।
এ ছাড়াও জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজ ৫১৫ জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য-৩ জন, জিপিএ ৫- ৪০ জন। বড়শালঘর এবিএম গোলাম মোস্তফা আদর্শ ডিগ্রী কলেজ ২৯১জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য-২ জন, জিপিএ ৫- ৩০জন। দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজে পরীক্ষার্থী ৪১১ জনের মধ্যে অকৃতকার্য- ৪০ জন ও জিপিএ ৫- ৫জন। দেবীদ্বার আলহাজ¦ জোবেদা খাতুন মহিলা কলেজে পরীক্ষার্থী ২৭০ জন, অকৃতকার্য- ২৬জন ও জিপিএ ৫- ৮জন। রাজামেহার ইঞ্জিনীয়ার মঞ্জুরুল আহসান মূন্সী আদর্শ কলেজে পরীক্ষার্থী- ২৫০ জনের মধ্যে অকৃতকার্য- ২ জন ও জিপিএ ৫- ৬ জন। দুয়ারীয়া এজি মডেল কলেজে ১৭২ জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য- ১ জন (জিপিএ ৫- ৭ জন)। মোহনপুর পাবলিক কলেজে ১৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য- ১ জন (জিপিএ ৫- ৬ জন। ধামতী রৌশন আরা কলেজে ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য- ১ জন (জিপিএ ৫- ২ জন। ফতেহাবাদ নায়েব আলী কলেজে ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকায- ২ জন এবং কোন জিপিএ-৫ নেই।
অপরদিকে ১৩টি মাদ্রাসায় ৪৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১২জন অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছে ৪ টিতে ১৯ জন, বাকী ৯টি মাদ্রাসায় কোন জিপিএ-৫ পায়নি। তবে ৭টি মাদ্রাসায় শতভাগ পাশ করেছে। এগুলোর মধ্যে,- সৈয়দপুর কামিল মাদ্রাসা ৫৭ জন, জিপিএ ৫- ২ জন, দেবীদ্বার ইসলামিয়া ডিগ্রী মাদ্রাসা ৬৪ জন, জিপি এ-৫- ৬ জন, জয়পুর এম বি বারিয়া ফাজিল মাদ্রাসা- ১৮ জন, জিপিএ-৫ নেই। চরবাকর ডি এস আই আলিম মাদ্রাসায় ৩১ জন জিপিএ-৫ নেই। ফতেহাবাদ পীর সাহেব মাও: ফজলুল হক জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় ১২ জন, জিপিএ-৫ নেই। পদুয়া ইসলামিয়া মাদ্রাসায় ২৪ জন জিপিএ-৫ নেই। ওয়াহেদপুর ইসলামিয়া মাদ্রাসায় পরীক্ষার্থী- ৩১ জন, অকৃতকার্য-২ জন, জিপিএ ৫- ১ জন।
জিপিএ- ৫ না পাওয়া মাদ্রাসাগুলোর মধ্যে- ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসা- পরীক্ষার্থী- ৩৯ জন, অকৃতকার্য- ২জন। রাজামেহার ইসলামিয়া মাদ্রাসায় পরীক্ষার্থী-২৯ জন, অকৃতকার্য- ১ জন। বাগমারা আলিম মাদ্রাসায় পরীক্ষার্থী- ১৫ জন, অকৃতকার্য- ২ জন। গুনাইঘর দারুসুন্নাত আহাম্মাদিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থী- ১৯ জন, অকৃতকার্য- ৩ জন।
এদিকে এইচএসসি বি,এম (ভোকেশনাল) ফলাফলে ভ‚ষণা আদর্শ টেকনিক্যাল এন্ড বিজনেন্স ম্যানেজমেন্ট কলেজে ১১০ পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য- ১ জন ও জিপিএ- ৫ পেয়েছে ১০ জন এবং জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজে ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য- ১জন তবে কোন জিপিএ-৫ প্রাপ্ত নেই।
ফলাফল নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ,কে,এম আলী জিন্নাহ বলেন, ফলাফল সন্তুষজনক তবে ফলাফলের সাথে শিক্ষার গুনগত মান বজায় থাকলে জাতি লাভবান হবে।