মিজানুর রহমান মিলন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি //
বগুড়ার শাজাহানপুরে চার জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় থানার এস আই মোঃ আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গত ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ১০:০০ ঘটিকার সময় উপজেলার খরনা ইউনিয়নের ডোমনপুকুর বুদাপাড়া গ্রামের জৈনক আতিকুল ইসলামের শয়ন ঘর থেকে জুয়া খেলার আসর হইতে চার জুয়াড়িকে গ্রেফতার করে। সেখান থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরন্জামাদি উদ্ধার করে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ফারুক হোসেন(৩৫) পিতা -মহাসিনআলী, আতিকুল ইসলাম(২৫) পিতা -মৃতু আব্দুস ছামাদ, হেলাল উদ্দিন (৪০)পিতা -মৃত্যু মনছুর রহমান, গোলাম হোসেন (৩০) পিতা-আফজাল হোসেন বাচ্চু। আসামিদ্বয় উভয় উপজেলার খরনা ইউনিয়নের ডোমনপুকুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, জুয়ারিদেরকে জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।