বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি আল-নোমনকে দেবীদ্বারের বিভিন্ন সংগঠন ও ব্যাক্তি পর্যায়ে ফুলের শুভেচ্ছায় অভিনন্দন জানিয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন আল নোমায়ের সোহাগ গত ৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এ কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেন।
আল নোমায়ের সোহাগ কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ফুলতলি গ্রামের বাসিন্দা, তার বাবা বীর মুক্তিযাদ্ধা আব্দুল মতিন। নোমান তিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় থেকে এল,এল,বি এবং বিউবিটি বিশ্ববিদ্যালয় এল,এল,এম শেষ করেন তিনি বর্তমানে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে এমবিএ-তে অধ্যয়নরত আছেন। পূবে তিনি মতিঝিল থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি সবুজ পরিবেশ আন্দোলনের প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সহ-সভাপতি মনোনীত হওয়ার পর তার প্রতিক্রিয়ায় আল নোমায়ের সোহাগ জানান, আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন পারভেজ ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান।
দেশের ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়।