1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন

Translate in

কুমিল্লায় যুবলীগ নেতা কে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার হোমনায় নির্বাচনী শত্রুতার জের ধরে সালাহ উদ্দিন ওরফে জহির(২৫) নামে এক যুবলীগ নেতাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঘনিয়ারচর -তেভাগিয়া ষ্টীল ব্রীজের পাশে যুবলীগ নেতা সালাহ উদ্দিন জহিরকে একা পেয়ে কুপিয়ে মৃত্যু হয়েছে মনে করে ফেলে যায়। পরে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়। নিহত সালাহ উদ্দিন জহির আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের মো. রেনু মিয়ার ছেলে। ইউনিয়ন যুবলীগ কর্মী ও ওয়াইফাই ব্যবসায়ী।

এলাকাবাসি সূত্রে আরোও জানাযায়,গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে একই গ্রামের ৩ জন ইউপি চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহন করেন। মো.সিদ্দিকুর রহমান(নৌকা),জালাল উদ্দিন পাঠান (আনারস) ও মুকবল হোসেন পাঠান(ঘোড়া) প্রতীকে প্রতিদ্বন্ধিতা করেন।

নিহত সালাহ উদ্দিন জহির পরাজিত প্রার্থী সিদ্দিকুর রহমানের সমর্থক। পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় রামকৃষপুর থেকে বাড়ি আসার পথে তেভাগীয়া ষ্টীল ব্রীজের নিকটে তাকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত ও পা কেটে ফেলে মৃত্যু হয়েছে মনে করে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলেপ্রেরন করা হয়। রাতেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে তার লাশ দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানাগেছে। থানায় মামলার প্রস্ততি চলছে।

এদিকে নিহত সালাহ উদ্দিন জহিরের বাবা মো.রেনু মিয়া ছেলের শোকে বার বার মুর্ছা যাচ্ছেন। পরিবারের দাবি নির্বাচনকে ঘিরে শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে।

নিহতের চাচা ওয়ার্ড আওয়ামীল সভাপতি মো.শহিদ মিয়া জানান, নির্বাচনী শত্রুতায় আমার ভাতিজাকে হত্যা করা হয়েছে। নির্বাচনের পর থেকে নির্বাচিত চেয়ারম্যান জালাল পাঠান ও তার ভাতিজা মুকবল পাঠানের ইন্ধনে তাদের লোকজন প্রকাশ্য নৌকার কর্মীদের হত্যার হুমকি দিয়ে আসছিল বলে জানা যায়। তবে সালাহ উদ্দিন জহির মারা যাওয়ার আগে,বলেগেছে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাকে কুপিয়েছে।
ইউপি চেয়ারম্যান মুঠো ফোন রিসিভ না করায় ক্ষুদে বার্তা পাঠিয়েও বক্তব্য পাওয়া যায়ন বলে পরিবারের দাবী। তবে মুকবল হোসেন পাঠান জানান এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে এর সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দাবী করেছেন তিনি।

হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০