নেকবর হোসেন- কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩দশমিক ১%। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫টা ২০মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১৭ফেব্রুয়ারি বিকেল থেকে ১৮ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৪২হাজার ৯২৫জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ২২জন, লাকসাম ০১জন,দেবিদ্বার ০১ জন,আর্দশ সদর ০১জন, দাউদকান্দি ০৩জন,বরুড়া ০২জন,তিতাস ০১ জন, নাঙ্গলকোট ০২জন।
জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৭৮জন।আজকের মৃত্যু ০১ জন, নাঙ্গলকোট।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন৪৮ জন।আজকের সুস্থ কুমিল্লা সিটি ৪৮জন ।এনিয়ে মোট সুস্থ হলেন ৩৯ হাজার ৫৫৫ জন হয়েছে।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।