শাজাহানপুরে ২০ বছর পর এসএসসি ব্যাচ ২০০১ একত্রিত
মিজানুর রহমান মিলন
শাজাহানপুর -বগুড়া প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১ এর বনভোজন ও গরীব অসহায়দের সাহায্য সহযোগিতা করার জন্য ফান্ড গঠনের লক্ষ্যে সভার আয়োজন করা হয়।
গত ১৮ ফেব্রুয়ারি
শুক্রবার বিকাল ৩ টায় মাঝিড়া
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয় ৷
ওই সভায় এসএসসি. ২০০১ সালের চোপিনগর উচ্চ বিদ্যালয় এর ছাত্রবৃন্দর প্রস্তাবিত কমিটির সভাপতি মােঃআব্দুল ওয়াদুদ (মজনু), সাধারন সম্পাদক মােঃ মাসুদুর রহমান(মাসুদ), সাংগঠনিক সম্পাদক মােঃ শাহ আলম (নান্নু), দপ্তর সম্পাদক মােঃ জহুরুল ইসলাম (রিপন), অর্থ সম্পাদক মােছাঃ মরিয়ম খাতুন (বিথী) ও এ.কে.এম. আরিফুল ইসলাম (আরিফ),
মহিলা বিষয়ক সম্পাদক
মােছাঃ শামিমা ইয়াছমিন(আখি),
প্রচার সম্পাদক মােঃ আল আমিন প্রমূখ এর উপস্থিতিতে বনভোজন ও গরীব অসহায়দের সাহায্য সহযোগিতা এবং সামাজিক উন্নয়নমূলক কাজ করার লক্ষ্যে বিভিন্ন মতামত ব্যক্ত ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় ৷
এছাড়াও ওই সভায় আরো ২০ থেকে ২২ জনসহ জুমে সংযুক্ত ছিলো চাকুরীর কারনে বাইরে অবস্থান করা চুপিনগর উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালের ছাত্র – ছাত্রীবৃন্দ ।