চান্দিনা প্রতিনিধি
চান্দিনা উপজেলাধীন বরকইট ইউনিয়নের সায়েমা নামে ৪ মাস বয়সী এক শিশুকে পুকুরে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে শিশুটির মা সামিয়া আক্তার (২০)।
এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে চান্দিনা থানার পুলিশ সামিয়া আক্তার কে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
শিশুটির মা সামিয়া আক্তারের স্বীকারোক্তি অনুযায়ী সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বরকইট ইউনিয়নের খৈছড়া এলাকা থেকে ঐ শিশুর মরদেহটি উদ্ধার করে চান্দিনা থানার পুলিশ। ঘাতক সামিয়া আক্তার একই গ্রামের ওমর ফারুকের স্ত্রী। তবে সন্তান হওয়ার পর সামিয়া বাবার বাড়িতে বেশি থাকতেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে সামিয়া তার সন্তানকে পুকুরে ফেলে হত্যা করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছে বলে জানা যায়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান। তিনি বলেন, ঘটনাটি ব্যাপারে আমরা শিশুটির মা সামিয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, সোমবার সকালে তিনি শিশু সায়েমাকে ঘরের বিছানায় রেখে টয়লেটে যায়। ফিরে এসে দেখেন ছেলে বিছানায় নেই। কিন্ত সামিয়ার কথাবার্তা এবং ব্যবহার আমাদের মধ্যে সন্দেহ তৈরী হয়। পরে আমরা তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করি। একপর্যায় তিনি স্বীকার করেন পারিবারিক কলহের জেরে হতাশা হয়ে তিনি নিজের সন্তানকে বাড়ির পাশে পুকুরে ফেলে দিয়েছেন।
ওসি আরও জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুটির বাবা ওমর ফারুক বলেন,’আমার পরিবার নিয়ে আমরা হতাশ ছিলাম। সামিয়া ৮ মাসের গর্ভাবস্থায় বাবার বাড়ি চলে যায়।আজ আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু সে সকালে আমার সন্তানকে পানিতে ফেলে দিয়ে হত্যা করে।
এ বিষয়ে চান্দিনা থানার উপ-পরির্দশক সুজন দত্ত বলেন,শিশু সায়েমার বাবা ওমর ফারুক বাদী হয়ে তার স্ত্রী সামিয়াকে আসামি করে চান্দিনা থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার পর আসামি সামিয়া আক্তারকে আদালতে পাঠানো হয়েছে।