গোপালগঞ্জ : প্রতিনিধি
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্দমূলক শাস্তির দাবীতে মোমবাতি জ্বেলে আলোর মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়া শিক্ষার্থীরা মোমবাতি জ্বেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোর মিছিল বের করে। শিক্ষার্থীদের হাতে প্রজ্জ্বলিত মোমবাতি আর মুখে ছিল প্রতিবাদী শ্লোগান। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আন্দোলনস্থলে গিয়ে শেষ হয়।
এ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শত শত শিক্ষার্থী অংশ নেন। তারা সমাজ থেকে ধর্ষণ নামক অন্ধকারকে দুর করতে এই আলোর মিছিল করেছে বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, বুধবার রাতে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার বন্ধুর সাথে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগস্থ হেলিপ্যাড থেকে হেঁটে বের হচ্ছিলেন। এ সময় একটি ব্যাটারী চালিত ইজি বাইকে কয়েক জন ব্যক্তি তাদের তুলে নেয়। পরবর্তীতে ৭/৮ জন মিলে তাদের হ্যালিপাডের পাশেই নির্মাণাধীন গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের ভবনে নিয়ে গিয়ে ওই শিক্ষার্থীর সাথে থাকা তার সহপাঠীকে মারধর করে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটা মামলা দায়ের করেন।