1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

Translate in

শাজাহানপুরে অবৈধ মাটি কাটার হিড়িক,রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতিসাধন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৬৩৮ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে অবৈধ মাটি কাটার হিড়িক পড়েছে। এর ফলে একদিকে যেমন সরকারের গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাটের ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে অন্যদিকে বেপরোয়া গতি ট্রাকের শব্দে ও হর্ণে এলাকাবাসীর রাতের ঘুম হারাম হয়ে গেছে।
জানা গেছে, উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি, ঘাষিড়া, খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া, লটাগাড়ী, মাদলা ইউনিয়নের মাদলা, সুজাবাদ, দহপাড়া, আশেকপুর ইউনিয়নের জোড়া মাদ্রাসার পিছনে, ঢেলগাড়ী, পারতেখুর, আড়িয়া ইউনিয়নের বামুনিয়া এলাকায় অবৈধ ভাবে মাটির পয়েন্ট গড়ে উঠেছে। এসব পয়েন্টে ফসলী জমির টপ সয়েল থেকে শুরু করে গভীর গর্ত করে পুকুর খনন করা হচ্ছে। রাত ১১ টার পর থেকে এসব পয়েন্টে এসকেভেটর লাগিয়ে ট্রাক দিয়ে মাটি দেওয়া হচ্ছে ইট ভাটায়। মাটিবাহী ট্রাকের বেপরোয়া গতিতে সরকারের কোটি কোটি টাকার কাপেটিং রাস্তা ওঠে খানা খন্দকে পরিণত হয়েছে। ট্রাকের শব্দে ও হাইড্রোলিক হর্ণে রাতের ঘুম হারাম হয়েছে এলাকাবাসীর। অবৈধ ভাবে এসব মাটি যারা নিচ্ছে তাদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না এলাকাবাসী। নাম প্রকাশ না করার শর্তে জোড়া গ্রামের একাধিক ব্যক্তি জানান, গত তিন মাস পূর্বে রাস্তা কাপেটিং করা হয়েছে। প্রতি রাতে ২০/২৫টি ট্রাকের বেপরোয়া চলাচলে কাপেটিং ওঠে যাচ্ছে এবং ট্রাকের শব্দ ও হর্ণে তাদের রাতের ঘুম হারাম হচ্ছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। সাজাপুর গ্রামের নাম প্রকাশ না করার শর্তে অপর এক জন জানায়, সাজাপুরের রাস্তা দিয়ে দিন-রাত ২৪ ঘন্টা মাটিবাহী ট্রাক চলে। বাধা দেওয়া তো দূরের কথা মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বললে বিভিন্ন হুমকি ধামকির স্বীকার হতে হয়। অবৈধ মাটির পয়েন্টের নিকটবর্তী এলাকাবাসীরা দ্রুত প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০