1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন

Translate in

বরিশালে টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন করেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৪৯৭ বার দেখা হয়েছে

মোঃ সোলায়মান হাওলাদার বরিশাল জেলা প্রতিনিধিঃ

রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটির নিম্ন আয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি। গতকাল ২০ মার্চ রবিবার সকাল সাড়ে ১০ টায় সারাদেশের ন্যায় একযোগে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী পানিসম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক শামীম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তিনি বলেন বরিশাল জেলায় ২ লাখ ১৯ হাজার ৯২১ টি পরিবার দুই বার পাচ্ছে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য তেল, ডাল ও চিনি। আসন্ন রমজান উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৯০ হাজার পরিবার ছাড়াও জেলার ১০ টি উপজেলায় ও ৬ টি পৌরসভার ১লাখ ২৯ হাজার ৯২১ টি পরিবার পাচ্ছে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে প্রথম ধামে তিন ও দ্বিতীয় ধাপে চার প্রকার খাদ্যপণ্য পাবে এসব পরিবার। প্রথম দফায় এসব পণ্যের মধ্যে থাকবে প্রতিকেজি ২ লিটার সয়াবিন তেল ১১০ টাকা দরে, ২ কেজি মসুর ডাল ৬৫ টাকা দরে এবং ২ কেজি চিনি ৫৫ টাকা দরে। দ্বিতীয় দফায় এর সাথে যুক্ত হবে ৫০ টাকা দরে ২ কেজি ছোলা। বরিশালের সকল পৌরসভা সহ ১০ উপজেলায় ৪২ জন টিসিবি ডিলারের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে। বরিশালের সকল পৌরসভা সহ ১০ উপজেলার মধ্যে বরিশাল সদর উপজেলায় ১৫ হাজার ২৭০, মেহেন্দিগঞ্জ পৌর ও উপজেলায় ১৮ হাজার ২৭৭, বাবুগঞ্জ উপজেলায় ৮ হাজার ৩০১ জন, গৌরনদী পৌরসভা সহ উপজেলায় ১৩ হাজার ৭৮১, হিজলা উপজেলায় ১ হাজার ৪১১, বাকেরগঞ্জ পৌরসভা সহ উপজেলায় ১৬ হাজার ৬৭৬, বানারীপাড়া পৌরসভা সহ উপজেলায় ৭ হাজার ৯৯৪, মুলাদী পৌর ও উপজেলায় ১০ হাজার ৬৭৫, আগৈলঝাড়া উপজেলায় ১০ হাজার ৬৪১ ও উজিরপুর পৌরসভা সহ উপজেলায় ১৪ হাজার ২৯৫ জন সহ সর্ব মোট ১ লাখ ২৯ হাজার ৯২১ জন উপকারভোগীদের মাঝে এসকল পণ্য সামগ্রী বিক্রয় করা হবে। বরিশাল মহনগরীর ৩০টি ওয়ার্ডের ৯০ হাজার পরিবারের বিষয়টি সিটি মেয়র সহ তার প্রতিনিধিরা সুষ্টভাবে পণ্য বিতরনের ক্ষেত্রে দেখভাল করবেন। সিটির বাহিরে উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি এসকল কাজে সহযোগীতা করার জন্য বরিশাল জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা মাঠে কাজ করবেন। টিসিবি কার্যক্রম সুন্দর ভাবে পরিচালনা করার জন্য জেলা প্রশাসন মনিটরিং টিম গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০