1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন

Translate in

রূপগঞ্জে এ্যাম্বুলেন্স করে মাদক পরিবহনকালে গ্রেফতার-১

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৪৯৩ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে এ্যাম্বুলেন্সে করে মাদক পরিবহনকালে ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পূর্বাচল ক্যাম্পের র‌্যাব-১।

২০ মার্চ রবিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে, জব্দ করা হয়েছে এ্যাম্বুলেন্সটি।

পূর্বাচল ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব জানান,”চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জীবিত হয়ে র‌্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে আসছে৷ র‌্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ২০ মার্চ র‌্যাব-১, সিপিসি- ৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লা জেলা হতে বিশেষ কৌশলে এ্যাম্বুলেন্স যোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলের একটি চালান নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর টু ভুলতা-গাউছিয়া মহাসড়ক হয়ে কুড়িল বিশ্বরোডের দিকে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি রূপগঞ্জ থানাধীন কর্ণগোপ এলাকাস্থ শামীম হোসেনের মালিকানাধীন খাবার হোটেলের সামনে কাঁচপুর টু ভুলতা-গাউছিয়াগামী ঢাকা-সিলেট মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসায়৷ পরে তল্লাশি চালিয়ে কুমিল্লা জেলা সদরের আছমত আলীর ছেলে সোহেল (২৬) ’কে গ্রেফতার করে করা হয়। এসময় ধৃত আসামীর নিকট হতে ৮৩৮ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি এ্যাম্বুলেন্স উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি সোহেল স্বীকার করে, আইন শৃঙ্খলাবাহীনির চোখের আড়াল করতে বিশেষ কৌশল হিসেবে এ্যাম্বুলেন্স যোগে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছে।পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০