মোঃ সোলায়মান হাওলাদার
বরিশাল জেলা প্রতিনিধিঃচাল,ডাল,তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টেনে ধর নইলে গদি ছাড়ো এই শ্লোগান নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল মহানগর জাতীয় পার্টি আজ বুধবার ২৩ ই মাচ সকাল ১১ টায় নগরী সদররোডে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।এসময় জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপস বলেন, সরকার উন্নয়নের তকমা দেশ-বিদেশ দেখিয়ে ক্ষমতা আগলে রেখেছে। অন্যদিকে দেশের মানুষ আজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে বাজারে ক্রয় করতে গিয়ে নাভিশ্বাস হয়ে উঠেছে সেদিকে জনগণের প্রতি সরকারের কোন লক্ষ নেই।
তিনি আরো বলেন, সরকার আজ দলীয় সেন্ডিকেটের কাছে বন্দি বলেই আজকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম উর্ধ্বগতি। তাই আজ জাতীয় পার্টি সহ দেশব্যাপি এই সরকারের অপশাষন থেকে মুক্তি চায়,সেই সাথে সেন্ডিকেট বাণিজ্যের অবসানের পাশাপাশি উন্নয়নের নামে লুট বাণিজ্যের হাত থেকে মুক্তি চাই
বরিশাল মহানগর জাতীয় পার্টি আহবায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন
তাপস।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব এ্যাড, এম.এ জলিল, মহানগর নেতা রফিকুল ইসলাম গফুর,রুস্তুম আলি খান, আকতার হোসেন শপ্রু, মঞ্জুরুল ইসলাম খোকন, খাজা সফিউল্লাহ দিপু,নজরুল ইসলাম,নজরুল ইসলাম হেমায়েত,কামাল চৌধুরী, ইরান চৌধুরী,আব্দুল মন্নান,রফিকুল ইসলাম,মোসলেম ফরাজী,জাহাঙ্গির হোসেন ফকির,ননি গোপাল ও বাহাদুর