দেবীদ্বার প্রতিনিধি
খাদ্যপণ্যসহ দ্রব্যমূল্যের উর্ধগতি ও তেল-গ্যাস-পানি’র লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গনতান্ত্রিক জোটের ডাকা ২৮ মার্চ অর্ধদিবস হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দেবীদ্বার উপজেলা কমিটি।
বুধবার বিকেল ৫টায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব থেকে একটি মিছিল কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‘কালাচান মার্কেট’ ও নিউমার্কেট ‘স্বাধীনতা চত্তরে’ পৃথক দু’টি পথসভা করা হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দেবীদ্বার উপজেলা সভাপতি কমরেড আব্দুল ওয়াদুদ’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কমরেড সৈয়দ খলিলুর রহমান বাবুল’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশর কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কন্টোল কমিশন সদস্য ও কুমিল্লা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, সাধারন সম্পাদক এডভোকেট কমরেড অশোক দেব জয়, জেলা কমিটির সদস্য ও সাবেক জেলা সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও সাবেক জেলা সাধারন সম্পাদক কমরেড পরেশ কর, জেলা কমিটির সম্পাদক মন্ডলির সদস্য কমরেড সুধাংসু কুমার নন্দী, জেলা সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড পরিমল শীল, জেলা সদস্য কমরেড মাহমুদ হাসান মিঠু, কৃষক সমিতির জেলা নেতা কমরেড সহিদুল্লাহ, বাংলাদেশের যুবইউনিয়ন কুমিল্লা জেলা সভাপতি একেএম মিজানুর রহমান কাউছার, যুব ইউনিয়ন উপজেলা নেতা মোঃ বিল্লাল হোসেন প্রমূখ।