1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

Translate in

স্বাধীনতা সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৬১১ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন)খুলনা

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়। মেলায় ৩২ টি স্টল অংশ গ্রহন করে। ৭দিন ব্যাপি এই মেলা বৃহস্পতিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণে মধ্যে শেষ হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস। মেলায় ৩২ স্টলের মধ্যে যৌথ ভাবে ১ম স্থান অধিকার করে বটিয়াঘাটা কৃষি অফিস ও বটিয়াঘাটা মুক্তিযোদ্ধা সংসদ। দ্বিতীয় স্থান অধিকার করে উপজেলা প্রকৌশলী। তৃতীয় স্থান অধিকার করে বটিয়াঘাটা মহিলা বিষয়ক অধিদপ্তর। বটিয়াঘাটা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান নিতাই গাইন,মংস্য অফিসার মনিরুল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, মহিলা বিষয়ক অফিসার হাসি রানী রায়,পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার দেবু টিকাদার, যুব উন্নয়ন অফিসার আমজাদ হোসেন,বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,সিনিয়র সাংবাদিক কবীর আহমেদ খান,হিরামন মন্ডল সাগরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেলা গতকাল গত শনিবার বিকাল ৫ টায় স্টল পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস। উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন দপ্তরের ৩২ টা স্টল অংশে গ্রহন করেন। হুইপ পঞ্চানন বিশ্বাস প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয় খোঁজখবর নেন। এসময় বটিয়াঘাটা প্রেসক্লাবের সাংবাদিকরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন ও দর্শকদের অনুভূতি এবং তাদের কার্যক্রম সম্পর্কে বক্তব্য গ্রহন করেন। মেলায় অংশ গ্রহন করা স্টলগুলো হলো উপজেলা নির্বাহী অফিস, বটিয়াঘাটা থানা, মহিলা বিষয়ক দপ্তর, উপজেলা ভূমি অফিস, ব্যাংকিং সেক্টর, পল্লী সঞ্চয় ব্যাংক, সমাজসেবা অফিস, উপজেলা জনস্বাস্থ্য অফিস, উপজেলা সমবায় অফিস, উপজেলা তথ্য অফিস, উপজেলা কৃষি অফিস, উপজেলা মৎস্য অফিস, উপজেলা প্রাণিসম্পদ অফিস, উপজেলা খাদ্য অফিস, উপজেলা নির্বাচন অফিস,উপজেলা যুব উন্নয়ন অফিস, উপজেলা পল্লী উন্নয়ন অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস,সামাজিক বন বিভাগ, উপজেলা প্রকৌশলীর দপ্তর,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা রিসোর্স সেন্টার, পল্লী দারিদ্র বিমোচন অফিস, উপজেলা খাদ্য অফিস, পল্লী বিদ্যুৎ অফিস, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বটিয়াঘাটা উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আনসার ভিডিপি। উক্ত মেলা ৭দিন চলে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। তবে দর্শনার্থীদের মন্তব্য কৃষি, মহিলা, স্বাস্থ্য ও মৎস্য দপ্তরের স্টল প্রসংশনীয়। মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০