খুলনা প্রতিনিধি-
বটিয়াঘাটায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। উপজেলা প্রশাসন দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী গ্রহন করেন। কর্মসূচীর মধ্যে ২৬ মার্চ উপলক্ষ্যে সকাল সাড়ে ৮ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন,বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদ মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আশরাফুল আলোম খান। নিবার্হী অফিসার মোঃ মমিনুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহা জালাল।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ,খেলাধুলা,বীর মুক্তিযোদ্ধদের সংবর্ধনা ,প্রীতি ফুটবল ম্যাচ ও সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১১টা উপজেলা পরিষদ চত্তরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলোম খান, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, সহকারী কমিশনার ভুমি মোঃ আব্দুল হাই সিদ্দিকী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ক্যাপ্টেন আফজাল হোসেন,সাবেক কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল,শহীদ মুক্তিযোদ্ধা জ্যোতিষ মন্ডলের ভাই অরবিন্দু মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয় কৃষ্ণ সরকার,থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল,সাবেক কমান্ডার ফেরদৌস শেখ,সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান,কৃষি অফিসার মোঃ রবিউল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, মহিলা বিষয়ক অফিসার হাসি রানী রায়,পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার দেবু টিকাদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের খুলনা জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সরকার,ইউপি চেয়ারম্যান জিএম মিলন, আসলাম হালদার, আসাফুর রহমান,শেখ ওবায়দুর রহমান, বটিয়াঘাটা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন,সিনিয়র সহ সভাপতি কবির আহমেদ খান,সহ সভাপতি আসাদুজ্জামান উজ্জ্বল, হিরামন মন্ডল সাগর,অমলেন্দু বিশ্বাস, যুগ্ম সম্পাদক সম্পাদক ইমরান হোসেন সুমন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ সোহেল রানা,সাংবাদিক আহসান কবির, আরিফুজ্জামান দুলু, অজিত কুমার রায়, এস এম রব, সিহাব উদ্দিন দোলন,বটিয়াঘাটা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম
সহ মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।
অনুরূপ দিবসটি পালন করেন,বটিয়াঘাটা দলিল লেখক সমিতি,বারোআড়িয়া কলেজ,রায়পুর দাখিল মাদ্রাসা, বিএলজে মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক সংগঠন। এছাড়া জেলার পাইকগাছা, কয়রা, দাকোপ, রুপসা, তেরখাদা,দিঘলিয়া,ফুলতলা,করেন। মুরিয়া সহ মহনগরীর ৩১টি ওয়ার্ডে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করেন।