নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাসায়নিকবাহী লরিতে অগ্নিকাণ্ড ঘটেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ছয়ঘরিয়া এলাকায় রোববার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে চান্দিনা ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ জানান।
এতে লরির চালক জাহাঙ্গীর আলম (৫৫) আহত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাল্লি গেইটের বেপারীপাড়া এলাকার মৃত চুলাশ মিয়ার ছেলে।
আহত জাহাঙ্গীরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। প্রাথমিক সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান।
অনয় কুমার ঘোষ আরও বলেন, লরিটিতে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
চালক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, চট্টগ্রাম থেকে রংয়ের রাসায়নিক নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার সময় বিকালে বৃষ্টি শুরু হয়।
এরপর ছয়ঘড়িয়া এলাকায় ব্রেকের পাইপ ফেটে গেলে মহাসড়কের পাশের ইটের স্তুপে লরিটি ঠেকানোর চেষ্টা করলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আগুন ধরে যায়,বলেন জাহাঙ্গীর।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।
স্থানীয়রা জানায়, লরিটি আগুন ধরে যাওয়ার কিছুক্ষণ পর চান্দিনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসে। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
আগুনের শিখায় পার্শ্ববর্তী বিদ্যুতের তার ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয় বলেও জানায় তারা।