মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে একাডেমি কাপ টি -২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ সম্পূর্ন হয়।
২৮ মার্চ সোমবার সকাল ৯ টার সময় আয়োজন করেন কিংস ক্রিকেট একাডেমি।
উদ্বোধনী খেলা শেষে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত টি -২০ ক্রিকেট টুর্নামেন্ট -২০২২ এ চট্টগ্রাম কিংস লাল, জয় লাভ করেন ।
আকর্ষনীয় উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম কিংস সবুজকে ৫০ রানে পরাজিত করে চট্টগ্রাম কিংস লাল । পলোগ্রাউন্ড মাঠে টসে জয় লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, চট্টগ্রাম কিংস লাল এবং ১৬ ওভাবে ৭উইকেট হারিয়ে ১৮২ রান করেন । লাল এর হয়ে কিং ৪২, শাহরিয়ার বিন রুবেল ৩৩, রিটন ৪৫ , শাফায়েত ২, সাইমুন ১৬ , হাছান৫ , পারভেজ ১৩ আরমান ৬ করেন।
চট্টগ্রাম কিংস সবুজ এর জাবেদ ও রিয়াদ ২ টি করে উইকেট নেয় । ১৮২’রানের জবাবে ১৬ ওভারে ১৩২ রানের মধ্যে আটকে ফেলে চট্টগ্রাম কিংস লাল ।চট্টগ্রাম কিংস সবুজ এর হয়ে নাবিদ ২০ , রিয়াদ ১৫ , আলফাজ ১০ সাব্বির ৯ , মোস্তাফিজুর রহমান ১৫,তামিম ১১ রান করেন এবং লাল এর রিটন, শাহরিয়ার বিন রুবেল ও কিং ২টি করে উইকেট নেন ।
লাল এর রিটন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন , খেলা শেষে পুরস্কারবিতরণী সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ২৯নং ওয়ার্ডের আওয়ামিলীগের ১নং ইউনিটের সভাপতি হাজ্বী মোহাম্মদ মহসিন, ২৮নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি হাজ্বী মোহাম্মদ আব্দুল মান্নান, ২৮নং ওয়ার্ডের যুবলীগের সিনিয়র সদস্য, আব্দুল ওয়াদেত রিপন ও চট্টগ্রাম কিংস ক্রিকেট একাডেমি হেড কোচ ফজলুল করিম রিটন প্রমুখ।