নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় কাভার্ড ভ্যান বোঝাই করে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সেগুন কাঠের আসবাবপত্র জব্দ করা হয়েছে। সামাজিক বন বিভাগের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের একটি দল সোমবার রাতে সদর দক্ষিণ উপজেলার দাশপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, অবৈধভাবে বিপুল পরিমাণ সেগুণ কাঠ পাচার হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে সুয়াগাজী ফরেস্ট স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদের নেতৃত্বে ফরেস্টার দিলীপ কুমার দাস-সহ বনবিভাগের কর্মকর্তাদের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় তারা ঢাকা অভিমুখি মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় একটি কাভার্ড ভ্যানকে সংকেত দিলে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে এবং ধাওয়ার মুখে ওই উপজেলার দাশপাড়া এলাকায় গিয়ে কাভার্ড ভ্যান রেখে চালক পালিয়ে যায়। বুধবার দুপুরে সুয়াগাজী ফরেস্ট স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সেগুন কাঠের আসবাবপত্র বোঝাই করে পাচারকালে কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ আসবাবপত্র জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।