1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন

Translate in

মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অভিযোগ হলেও ব্যবস্থা নিচ্ছেনা কর্তৃপক্ষ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১৩৭ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি :

বগুড়া শাজাহানপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজের বিরুদ্ধে একের পর এক অভিযোগ হলেও ব্যবস্থা নিচ্ছেন না কর্তৃপক্ষ। জেলা প্রশাসকের দেয়া তদন্ত সময় ক্ষেপন করে বাদীকে হয়রানি করা। নির্দিস্ট সময়ের আগেই বিদ্যালয়ের আগাম ম্যানেজিং কমিটি গঠন করা। আইনের ফাঁক ফোকর বের করে নিজের মত ব্যাক্ষা দেয়া। একই কর্মস্থলে তিন বছরের অধিক কাল অবস্থান করা। ওই অফিসে কর্মরত মুক্তিযোদ্ধার স্ত্রী নারী কর্মচারীকে যৌন হয়রানি করার অভিযোগও আছে তার বিরুদ্ধে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই অফিসার।

মাধ্যমিক শিক্ষা অফিসারের অনিয়মের অভিযোগ এনে গত ৩১ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আরেকটি অভিযোগ দিয়েছেন। এবারের অভিযোগকারি খোট্রপাড়া ইউনিয়নের জালশুকা উত্তরপাড়া উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ আব্দুস সালাম। অভিযোগের অনুলিপি দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে।

গত ৭মার্চ মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে মাধ্যমিক শিক্ষা সচিব বরাবর ডাক যোগে অভিযোগ দিয়েছেন চুপিনগর ইউনিয়ন পরিষদের সদস্য জাহিদুল ইসলাম। এর আগে যৌন হয়রানীর অভিযোগ এনে ওই অফিসের এক নারী কর্মচারি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দেন।

আব্দুস সালাম বলেন, আমি জালশুকা উত্তরপাড়া উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য। কমিটির মেয়াদ রয়েছে এখনো প্রায় ৬মাস। তার পরেও গোপনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ একটি কমিটি গঠন করেছেন। তাই উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছি।

ইউপি সদস্য জাহিদুল ইসলাম বলেন, আমার ওয়ার্ডে একটি মাদ্রাসার অনিয়ম নিয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছিলাম। অভিযোগের তদন্ত দায়িত্ব পান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। দীর্ঘ দিনেও তদন্ত শেষ করেননি শিক্ষা অফিসার। আইনের মনগড়া ব্যাক্ষা দিয়ে এলাকায় দু পক্ষের বিরোধ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন।

এই অফিসার অনেক বছর ধরে একই উপজেলায় দায়িত্ব পালন করছেন। প্রায় শিক্ষা প্রতিষ্ঠানেই তিনি সমস্যা তৈরি করছেন। তাই তার বিরুদ্ধে সচিবালয়ের মাধ্যমিক শিক্ষা সচিব বরাবর অভিযোগ দিয়েছি। যদিও তার কোন সুফল এখনো পাইনি।

মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে যৌন হয়রাণির অভিযোগ করা ওই নারী কর্মচারি এ ব্যপারে কথা বলতে রাজি হননি।

মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ বলেন, আইনে স্পস্ট কোথাও বলা নাই মেয়াদ শেষ হওয়ার কতদিন আগে কমিটি করতে হবে। জালশুকা উত্তরপাড়া উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ আগামী ১৫আগস্ট শেষ হবে। আমি উভয় পক্ষকে ডেকেছি কিন্তু কোন পক্ষই এখনো আসে নাই।

জেলা প্রশাসক মাদরাসার একটি তদন্ত আমাকে দিয়েছিলেন। সেখানে সার্ভেয়ার দিয়ে মেপে কাগজ জমা দিতে বলেছি। তারা উভয় পক্ষ মেপে নিজেদের পক্ষের কাগজ আমাকে দিয়েছেন। মাপার সময় তো আমি থাকব না। আমি তো সার্ভেয়ার না। সারাদিন থেকে জমি মাপার কাজ তো আমার না।

আমার অফিসে এক নারী কর্মচারী আমার বিরুদ্ধে যৌন হয়রানীর মিথ্যা অভিযোগ করেছিলো। আমার অফিসের একজন তাকে দিয়ে এই অভিযোগ করিয়ে নিয়েছিলেন। তদন্তে সেই নারীর অভিযোগ মিথ্যা প্রমানিত হয়েছে। তাকে এখান থেকে পোস্টিং করা হয়েছে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ বলেন, জালশুকা উত্তরপাড়া উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিযোগের বিষয়ে আইনানুগ কাজ করতে মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।

নারী কর্মচারী যৌন হয়রানির বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনাই। বিষয়টি আমার জানা নাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০